শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাবরগুনায় শিক্ষকের দায়ের কোপে কলেজছাত্রী আহত

বরগুনায় শিক্ষকের দায়ের কোপে কলেজছাত্রী আহত

বাংলাদেশ প্রতিবেদক: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বরগুনার পাথরঘাটায় পাকিজা আক্তার নামে এক কলেজছাত্রী দুর্বৃত্তদের দায়ের কোপে আহত হয়েছেন। এ ঘটনার জন্য তিনি দায়ী করেছেন উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন দফাদারকে। মঙ্গলবার দুপুরে কাঁঠালতলী ইউনিয়নের তাল্লুক চরদুয়ারী গ্রামে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন পাকিজা।

আহত পাকিজা পাথরঘাটা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। তাঁর ভাষ্য, প্রথম বর্ষের বিএসএস পরীক্ষা শেষে মঙ্গলবার বেলা ২টার দিকে বাড়ির সামনে পৌঁছান। এ সময় পূর্ববিরোধের জের ধরে ইসমাইল হোসেন দফাদার, তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন ও বাবা রুস্তুম আলী দফাদার পাকিজার ওপর হামলা করেন। তাঁর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

ইসমাইল হোসেনের সঙ্গে পাকিজার পরিবারের দূরসম্পর্কের আত্মীয়তা রয়েছে। এ তথ্য জানিয়ে পাকিজার মা মমতাজ বেগম বলেন, তাঁর মেয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইসমাইল। এতে তারা রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে পাকিজাকে পথেঘাটে উত্ত্যক্ত করা শুরু করেন ইসমাইল। সম্প্রতি মেয়ের বিয়ের জন্য পাত্র ঠিক করেছেন। বিষয়টি জানতে পেরে ইসমাইল মঙ্গলবার পাকিজার পথ আটকে তর্ক শুরু করেন। এক পর্যায়ে ইসমাইল দা দিয়ে তাঁর মেয়েকে কুপিয়ে আহত করেন।

ইসমাইল হোসেন দফাদারের ভাষ্য, পাকিজার পরিবারের সবার মুখ খারাপ। তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে গেলেও গালাগাল করে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর হোসেনের সঙ্গে এ নিয়ে তর্কাতর্কি হয়েছে। মারামারির কোনো ঘটনা ঘটেনি। তিনিও ঘটনাস্থলে ছিলেন না। অতীতের বিরোধের কথা অস্বীকার করেন।

পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাসিন কবির বলেন, তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানার ওসি মো. মেহেদী হাসানের ভাষ্য, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। ভুক্তভোগী মামলা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments