শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাকুমিল্লায় ট্রেনের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ ৭জন নিহত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ ৭জন নিহত

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও অন্তঃসত্ত্বা নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম শুক্কুর (১২) নামে আরো এক শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর-বাকশীমূল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমূল গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে আলী আহমদ, মরহুম তৈয়ব আলীর ছেলে (চালক) সাজু মিয়া (৪০), মরহুম আব্দুল মালেকের স্ত্রী লুৎফা বেগম (৬৫), মনিরের স্ত্রী আট মাসের গর্ভবতী শাইনুর আক্তার সানু (২৬), আলী আশরাফের স্ত্রী সফর জান বেগম ও খোদাইধূলি গ্রামের মরহুম আছমত আলীর ছেলে রফেজ মিয়া (৫৫), মরহুম বজলু মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৬০) এবং তার নাতি সাইফুল ইসলাম শুক্কুর নিখোঁজ রয়েছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো তিন যাত্রীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, অটোরিকশাচালক সাজু মিয়া একজন মিস্ত্রি ছিলেন। কয়েক বছর আগে কিস্তিতে টাকা নিয়ে অটোরিকশা চালাতেন। মঙ্গলবার সকালে বাকশীমূল চৌমুহনী থেকে আটজন যাত্রী নিয়ে কালিকাপুর যাওয়ার পথে রেলক্রসিংয়ে পৌঁছলে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে রেলওয়ের কোনো লেভেল ক্রসিং নেই বলে জানান লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন।

তিনি বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেললাইনে উঠে পড়েন অটোরিকশাচালক। এতে করে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আমরা ঘটনাস্থলে একজনের লাশ পেয়েছি। বাকিদের লাশ স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হবে।’

এ সময় সময় রেল কর্মকর্তারা রেল ক্রসিংটি অবৈধ ঘোষণা দিয়ে একটি ব্যানার লাগাতে এলে স্থানীয় ছাত্র-জনতা ওই রেল কর্মকর্তাদের সড়কে অবরুদ্ধ করে রাখে। এ সময় রেলক্রসিংয়ে সিগন্যালসহ নিরাপদে যাত্রী ও গাড়ি চলাচলের ব্যবস্থার দাবি জানান ছাত্র-জনতা।

পরে ঘটনাস্থলে গিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাহিদা আক্তার ও সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments