শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাপাবনা প্রেসক্লাবের ভোট ৬ ডিসেম্বর, ১৭ পদে লড়ছেন ৩৩ প্রার্থী

পাবনা প্রেসক্লাবের ভোট ৬ ডিসেম্বর, ১৭ পদে লড়ছেন ৩৩ প্রার্থী

কামাল সিদ্দিকী: ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ নভেম্বর) রাতে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমানের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে মীর্জা আজাদ (পাবনার আলো), আখতারুজ্জামান আখতার (যুগান্তর), রাজিউর রহমান রুমি (মানবজমিন) ও আহমেদ উল হক রানা (নিউজ ২৪)। সহ-সভাপতি পদে শফি ইসলাম (অর্থনীতি/ফ্রিলান্স), আবুল এহসান এলিচ (ইন্ডিপেন্ডেন্ট), ছিফাত রহমান সনম (ইছামতি), এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত) ও আব্দুল হামিদ খান (বাংলাদেশ টুডে)। সম্পাদক পদে কামাল আহমেদ সিদ্দিকী (ফোকাস বাংলা ও আজকের বাংলাদেশ) জহুরুল ইসলাম (কালবেলা) ও কৃষ্ণ ভৌমিক (জনকণ্ঠ)। যুগ্ম-সম্পাদক পদে সরোয়ার মোর্শেদ উল্লাস (প্রথম আলো) ও মোখলেছুর রহমান খান বিপ্লব (ইছামতি), অর্থ-সম্পাদক পদে কাজী মাহবুব মোর্শেদ বাবলা (বিবৃতি) ও আবুল কালাম আজাদ (আরটিভি)। ক্রীড়া সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান রাসেল (৭১ টিভি) ও ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি)। কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা)‌ ও সৈয়দ আকতারুজ্জামান রুমি পাপুল (ঢাকা প্রতিদিন)। নির্বাহী সদস্য পদে আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন, সুশীল কুমার তরফদার, নরেশ মধু (অবজারভার), কানু সান্যাল (বাংলাদেশ পোষ্ট), জি কে সাদী, আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস), এস এম মাহবুব আলম (সিনসা), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহিনুর রহমান (চ্যানেল ২৪), আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন) ও মিজানুর‌ রহমান (বৈশাখী)।

মীর্জা আজাদ-জহুরুল ইসলামের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকিরা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, আগের কমিটির সভাপতি-সম্পাদক পদাধিকার বলে নির্বাহী সদস্য থাকবেন নির্বাচিত কমিটিতে এবং ১৭টি পদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল (বিবৃতি) এবং দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান শিপন (মর্নিং টাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৫টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments