রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাকটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা

কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা

রতন ঘোষ: কিশোরগঞ্জের কটিয়াদীতে ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালক ও তার সহযোগীদের হেলমেট না থাকায় মোটরসাইকেল চালকদের তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

২৫শে নভেম্বর সোমবার বিকেলে কটিয়াদি পৌর সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন অত্র উপজেলা ভূমি অফিসের, অফিস সহকারী কামরুল ইসলাম আকন্দ, কটিয়াদি মডেল থানার এসআই মোঃ শফিকুল ইসলাম ও তার নেতৃত্বে একদল পুলিশ সদস্য। এ সময় হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৩ জনকে১০০০ টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করেন।

কটিয়াদী উপজেলা সহকারীকমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ফিটনেস বিহীন গাড়ি, মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এবং তাদের তিনজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনগণের স্বার্থে আমাদের এই ধরনের অভিযান প্রয়োজনে অব্যাহত থাকবে।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments