রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাকলাপাড়ায় পরকীয়া ধামাচাপা দিতে মিথ্যা চুরির নাটক, প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা

কলাপাড়ায় পরকীয়া ধামাচাপা দিতে মিথ্যা চুরির নাটক, প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া প্রেম ধামাচাপা দেয়ার জন্য মিথ্যা চুরির নাটক সাজিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মিমাংসায় শালিস বৈঠকে মারধরের ঘটনায় শালিসদ্বারসহ ৫ জন আহতের ঘটনা ঘটেছে। রবিবার শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুইরতলা গ্রামের বাসিন্দা মিজানুর ঘরামীর বাড়িতে গত মঙ্গলবার রাতে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী জাকির আকন ও তার পরিবারকে তারা সন্দেহ করেন। চুরির মালামাল ও চোরকে জনসম্মুখে আনতে তারা স্থানীয় এক গণনাকারীর কাছে যান। গণনাকারীর তথ্য মতে খালু মিজানুর ঘরামী ও তার ভায়রাজী মারুফা আক্তার পরকীয়া করার জন্য ঘরের সবাইকে ঘুমের মধ্যে রাখতে খাবারের সাথে চেতনানাশক ঔষূধ খাওয়ায়। শেষে ধরা পরার ভয়ে ঘরের মালামাল চুরির নাটক সাজায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে, প্রতিবেশী জাকির আকন ও মিজানুরের মধ্যে মিমাংসার জন্য পারিবারিকভাবে শালিস বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু মিজানুর ও তার পরিবার শালিস বৈঠক অমান্য করে উল্টো শালিসদ্বারদের অকথ্য ভাষায় গালমন্দ ও তাদের উপরে হামলা চালায়। এতে দু-পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।

এবিষয়ে শালিসদ্বার হাবিব ঘরামী বলেন, মিজানুর ঘরামী সম্পর্কে তার ভাতিজা। মিজানুর ঘরামীর বাড়িতে একটি চুরির ঘটনায় প্রতিবেশী জাকির আকন ও তার পরিবারকে তারা সন্দেহ করেন। বিষয়টি মিমাংসার জন্য পারিবারিকভাবে সালিশ বৈঠকে বসলে মিজানুর ও তার পরিবার তার উপর চড়াও হয়ে গালমন্দ ও গায়ে হাত তোলে। এতে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এবিষয়ে মিজানুর ঘরামী ও তার স্ত্রী ছাবিনা বেগম বলেন, শালিস বৈঠক কিছুই না, পরিকল্পিতভাবে তাদের মারধর করা হয়েছে। তবে, পরকীয়ার বিষয়টি মিথ্যা বলে দাবী করলেও গণনাকারীর কাছে গিয়েছেন বলে তারা উভয়ই স্বীকার করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments