বাংলাদেশ প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পবিত্র কোরআন অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর তাৎক্ষণিক মন্তব্যকারী হিন্দু যুবককে পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। তবে, পুলিশ বলছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও অবস্থান করছে।
জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জেলার দোয়ারাবাজার উপজেলার মোঙলারগাঁও গ্রামের প্রফুল দাসের ছেলে আকাশ দাস কোরআন অবমাননা করে ফেসবুকে একটি পোস্ট করে। তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। রাত ১০টার দিকে উত্তেজিত জনতা জড়ো হয়ে বিক্ষোভ করতে করতে অভিযুক্ত আকাশের বাড়ির দিকে অগ্রসর হলে পুলিশ-বিজিবি বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে মোঙলারগাঁও গ্রামের ঘরবাড়ি, দোকানপাটে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়লে পুলিশ, বিজিবি সেনাবাহিনী তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আকাশ দাস নামের যুবক একটি পোস্টের কমেন্টে কোরআন শরীফের একটি পৃষ্ঠার উপর পা দেয়া ছবি দিয়ে কমেন্ট করে লিখে ‘নে এবার’। পরে এনিয়ে উত্তেজনা দেখা দেয়।
এদিকে, কিছু অতিউৎসাহী যুবক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, ভাঙচুর, লুটপাট হচ্ছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তবে, পুলিশ বলেছে- অতিউৎসাহীরা এমন করছেন। বাস্তবে হিন্দু বাড়ি, দোকানে ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, ফেসবুকে কমেন্টের পর উত্তেজনা দেখা দেয়ায় হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত করেছে পুলিশ। পরিস্থিতি ঘোলাটে হলেও আপাতত এলাকা শান্ত রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।