সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিতা-মাতা হারা একেবারে কম বয়সী আপন দুই বোনের আগামী জীবন কেমন হবে। এরা কাদের কাছে লালন পালন হবে। এদের ভরণ পোষন জুটবে কোথা থেকে। গরীব পরিবারের দুই বোনকে নিয়ে নিজ পরিবারের দাদা – দাদীসহ পাড়া পড়শীরা এমন সব ভাবনা ভাবছেন। এদের মধ্যে ছোটো বোন সুবর্ণা খাতুনের জম্মের আগেই তিন মাসকালে মায়ের গর্ভে থাকাকালে পিতা মারা গেছেন। আর প্রায় এগারো মাস বয়সকালে মা শিরিনা খাতুন মারা গেলেন।
সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুয়া ( ছোটো বাখুয়া মিলপাড়া ) গ্রামের কুরমান আলীর ছেলে গরীব পরিবারের শুকুর আলী পেশায় অটো ভ্যান চালক ছিলেন। অটো ভ্যান চালিয়ে আয়ের টাকায় তার সংসার চলতো। প্রায় বাইশ মাস আগে এক দুর্ঘটনায় বাইশ বছর বয়সকালে শুকুর আলী মারা যান। সে সময় প্রথম মেয়ে সন্তান সুমী খাতুনের বয়স ছিলো প্রায় আড়াই বছর। আর দ্বিতীয় মেয়ে সন্তান সুবর্ণা খাতুন তিন মাসকালে মায়ের গর্ভে থাকাকালে পিতা শুকুর আলীর মৃত্যু ঘটে। জানা গেছে স্বামী মারা যাওয়ার পর শিরিনা খাতুন সন্তানদের নিয়ে বেশ বেশ কষ্টে দিন পার করছিলেন। তার স্বামী পরিবারের কয়েক শতক বসতবাড়ি ছাড়া আর কোনো জমি জমা নেই। এদিকে তার পিতার পরিবার বেশ গরীব বলে জানা গেছে।
গত সোমবার ২ ডিসেম্বর শিরিনা খাতুন ঢাকায় তার মায়ের কাছে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে পরিবারের লোকজন জানান। তাকে সোমবার রাতে নাগরৌহা গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। প্রতিবেদককে সুমী খাতুন ও সুবর্ণা খাতুনের দাদা কুরমান আলী বলেন পিতা – মাতা হারা বংশের এদেরকে কিভাবে লালন পালন করবেন তা ভাবছেন। এদের লালন পালনে টাকা দিয়ে সহযোগিতা করলে নেবেন বলে জানান। অপরদিকে এদের নানা গরীব পরিবারের উল্লাপাড়ার অলিপুর গ্রামের নজরুল ইসলাম আপন মেয়ে ঘরের নাতনী দুজনকে নিয়ে নানা কিছু ভাবছেন বলে জানা গেছে। এদিকে গ্রামের পাড়া পড়শীদের অনেকেই পিতা মাতা হারা এরা দুজনের ভরণ পোষন জুটবে কোথা থেকে , কাদের কাছে লালন পালন হবে এসব নিয়ে ভাবছেন।