সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্যাকেটে ভুয়া ট্যাগ লাগিয়ে বোরো ধান বীজ বিক্রি করায় প্রতাপ বাজারের বীজ ব্যবসায়ী মো. হাফিজুর রহমানকে পঞ্চাশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ২৮২ কেজি ধান বীজ জব্দের পর সেখানে নিলামে দশ হাজার ১ শ টাকা বিক্রি করা হয়েছে।
উল্লাপাড়া সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা এ আদালত পরিচালনা করেন। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারের বীজ ব্যবসায়ী মো হাফিজুর রহমান অন্য একটি কোম্পানীর প্যাকেটে দুই কেজি করে ধান বীজ প্যাকেট করে ভুয়া ট্যাগ লাগিয়ে বিক্রি করছিলেন।
বিষয়টি জেনে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. মহিদুল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী ।