জয়নাল আবেদীন: বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার আয়োজনে “মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশে সম্প্রতি পশ্চিমবঙ্গ, আগরতলাসহ ভারতীয় বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটেছে। গত কয়েকদিনে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে সন্ত্রাসী হামলা হয়েছে। পশ্চিমবঙ্গে অবস্থিত উপ-হাইকমিশনে বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হামলার চেষ্টা হয়েছে এবং মুম্বাইয়ে অবস্থিত উপ-হাইকমিশনেও হামলার চেষ্টা করা হয়েছে। এসবের মধ্যেই গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দেশের কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেনো বাংলাদেশের ‘সংখ্যালঘু নির্যাতন’ ঠেকাতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে অনুরোধ জানায়। পাশাপাশি ফেনী ও সিলেট বর্ডারে বিক্ষোভ করে দুইদেশের পণ্য আমদানি রপ্তানি বন্ধ করা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ, রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। গণতন্ত্র মঞ্চ, রংপুর জেলা শাখার সমন্বয়ক ও জেএসডি, রংপুর জেলার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহবায়ক তৌহিদুর রহমান, নাগরিক ঐক্যের জেলা আহবায়ক মাহী আজাদ, জেএসডি রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক চিনু কবির, গণসংহতি আন্দোলন রংপুর মহানগরের সংগঠক আবদুল জব্বার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলার সদস্য এড. রায়হান কবীর জেএসডি নেতা অবঃ সার্জেন্ট আতিয়ার রহমান ও আব্দুস সাদেক জিহাদী,রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা দপ্তর সমন্বয়ক কনক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন, সংগঠক আজিজুর রহমান, রংপুর মহানগর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গণসংহতি আন্দোলনের মহানগর সংগঠক জোবায়দুল ইসলাম, ছাত্র ফেডারেশন রংপুর জেলার সম্পাদক আল তানজিল, সিহাব, লামীম, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন রংপুর জেলার সংগঠক সুমন ।
বক্তারা বলেন, দুইদেশের অন্যান্য বর্ডারেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা পশ্চিম্বঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপির নেতার নেতৃত্বে হামলাচেষ্টা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী যেকোনো রাষ্ট্রের দূতাবাস ও তার কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা দেয়া প্রতিটি রাষ্ট্রের কর্তব্য। বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, ভারত রাষ্ট্র যদি ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের হাইকমিশনগুলোকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে অবিলম্বে ভারতে উপ ও সহকারী হাইকমিশনের স্টাফদের প্রত্যাহার করে মিশনগুলোর কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করতে হবে। এমনকি প্রয়োজনে দিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও বন্ধ করে কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। পাশাপাশি হাইকমিশনের উপর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলার বিষয়ে জাতিসংঘ ও সার্কসহ বিশ্ব সংস্থাগুলোকে অবগত করতে হবে এবং তাদেরকে যথাযথ উদ্যোগ নিতে চাপ প্রয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রোপাগাণ্ডা দিয়ে হিন্দুত্ববাদী ফ্যানাটিকদের উস্কে দিচ্ছে বিজেপি। এসবের মধ্যে ভারত রাষ্ট্র ও হিন্দুত্ববাদী সরকার শুধু বাংলাদেশের নয় এমনকি পুরো দক্ষিণ এশিয়ার শান্তিকামী গণতান্ত্রিক জনগণের সাথে শত্রুতাপূর্ণ অবস্থান নিয়েছে। এসবের মাধ্যমে ভারতের শান্তিকামী গণতান্ত্রিক জনগণকে পুরো দক্ষিণ এশিয়ার মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণকে চূড়ান্ত ধৈর্য্য ও সম্প্রীতির পরীক্ষা দিতে হবে। সেইসাথে সার্বভৌমত্বের উপর যেকোনো রকমের আঘাত মোকাবিলায় ও মাতৃভূমি রক্ষায় জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে। বক্তারা, জুলাই অভ্যুত্থান এর মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন যুগে প্রবেশ করেছে সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে কাজ শুরু হয়েছে ঐক্যের শক্তি দিয়ে যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলায় দেশের আপামর জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান ।