শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাকমলনগরে মাকে বেঁধে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

কমলনগরে মাকে বেঁধে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বাংলাদেশ প্রতিবেদক: কমলনগরে মাকে বেঁধে তরুণীকে ধর্ষণের ঘটনায় বুধবার রাতে থানায় মামলা করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো চরকাদিরা গ্রামের মো. আশ্রাফ ও রামগতি উপজেলার পশ্চিম চরকলাকোপা এলাকার মো. রনি।

মামলা থেকে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর রিকশাচালক বাবা কাজের সুবাদে ফেনী যান। এ সুযোগে ৯ ডিসেম্বর রাতে প্রতিবেশী রনিসহ পাঁচ যুবক ঘরে প্রবেশ করে তরুণীর মাকে বেঁধে ফেলে। তাদের একজন তরুণীর মুখ বেঁধে ধর্ষণ করে। পরে তারা মা-মেয়ের সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তরুণীর বাবা বাড়িতে এসে স্থানীয় প্রভাবশালীদের কাছে বিচার দেন। তারা বিচারের নামে কালক্ষেপণ করেন। এদিকে রনির লোকজন ভয়ভীতি ও হুমকি দিলে সোমবার তরুণীর বাবা সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। পরে বুধবার থানায় মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আসামি রনিসহ দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments