মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে নিহতের নাম মোজাফফর হোসেন (৫৫) সে ওই গ্রামের মৃত হেকমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বৈলতলা গ্রামের প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে কৃষক মোজাফফরের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে আব্দুর রহমান সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফফর এতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান তাকে রড দিয়ে আঘাত করেন। এতে সে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোজাফফর। ঘটনার পর আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহরে ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।