রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের শীত বস্ত্র বিতরণ

ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের শীত বস্ত্র বিতরণ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ এর পক্ষে থেকে  শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পৃষ্ঠপোষকতা করেন সূর্য তোরণ ফাউন্ডেশন ঢাকা।

১৩ জানুয়ারি (সোমবার) উপজেলার ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, উপদেষ্টা আব্দুস ছালাম, খাইরুজ্জামান ভূইয়া, মনিরুজ্জামান তরফদার বাবু, আঞ্জু আনোয়ারা ময়না,  মামুন তরফদার, রমা রাণী ভৌমিক, হোসনেয়ারা পপি, কামরুন নাহার, আব্দুল লতিফ তালুকদার, হালিমুর রশিদ রিপন, প্রিন্সিপাল ইবরাহীম খাঁর তৃতীয় প্রজন্ম, গ্রুপের উপদেষ্টা ও সূর্য তরুণ ফাউন্ডেশনের প্রতিনিধি তারিকুজ্জামান খাঁ কিংশুকসহ গ্রুপের এডমিনগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবছরও চলমান শীতের তীব্রতা দেখে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে সূর্য তরুণ ফাউন্ডেশন তাদের অর্থায়নে ও স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments