শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাবেনাপোলে দুই বছর পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন

বেনাপোলে দুই বছর পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন

বাংলাদেশ প্রতিবেদক: যশোরের বেনাপোলে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আব্দুল আলিমের (৫০) মরদেহ ময়না তদন্তের জন্য দুই বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে সময় আওয়ামীলীগ নেতা-কর্মীদের হুমকির কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবর স্থান থেকে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।

নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে আব্দুল আলিম, রিন্টু ও মুছাসহ সাত বিএনপি নেতা-কর্মী গুরুতর আহত হন। আহতদের প্রথমে যশোর সদর হাসপাতালে পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গুরুতর জখম আব্দুল আলিম চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে তৎকালিন ক্ষমতাসীনদের হুমকিতে ময়না তদন্ত ছাড়ায় লাশ দাপন করা হয়েছিল। মামলা ও করতে পারেনি।

বেনাপোল পোর্টথানা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আব্দুল আলিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

পরবর্তীতে গেল জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামীলীগ সরকার দেশ ছাড়লে মামলার সুযোগ পায় পরিবার। গত ১৬ নভেম্বর আব্দুল আলিমের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এতে আদালত ময়না তদন্তের জন্য মরদেহ উত্তলনের নির্দেশ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments