রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাআজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক

আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক

বাংলাদেশ প্রতিবেদক: জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের সোনার অলংকার চুরির ঘটনায় সদর থানায় ১১টি জিডি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২২ নারীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় আটটি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনটি জিডি করা হয়েছে।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল। মাহফিল উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে সোহরাওয়ার্দী মাঠসহ চারটি মাঠ প্রস্তুত রাখা হয়।

মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভিড় জমায়। ধারণা করা হচ্ছে, ছয় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে মাহফিলে। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর বয়ান করেন মিজানুর রহমান আজহারী। এক ঘণ্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করে তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments