রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাগভীর রাতে ‘শেখ হাসিনা আবার ফিরবে’ স্লোগান দিয়ে মিছিল

গভীর রাতে ‘শেখ হাসিনা আবার ফিরবে’ স্লোগান দিয়ে মিছিল

বাংলাদেশ প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় ‘শেখ হাসিনা আবার ফিরবে’ স্লোগান দিয়ে মিছিল হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) রাত ১২টার দিকে নাটোরের নলডাঙ্গায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের হাজিপাড়া আবুল মৃধার বাড়ির সামনে দিয়ে একটি গাড়িতে করে কয়েকজন মিছিল দিতে দিতে ব্রহ্মপুর ইউনিয়নের দিকে চলে যায়। তবে কারা এসব স্লোগান দিয়েছেন, তা কেউ দেখেননি।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও গ্রাম পুলিশ নাজমুল হাসান জানান, রাতের আঁধারে কে বা কারা মোটরসাইকেল নিয়ে স্লোগান দিয়েছে। তবে কারা এসব স্লোগান দিয়েছেন, তা কেউ দেখেননি, তারা দ্রুত চলে যায়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লা আল বাকী সুমন বলেন, স্লোগান দিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি জানার পর তাদের খোঁজ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল রহমান বলেন, শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকরা রাতে এসব স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রসাশনের কাছে দাবি, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, যারা রাতের আঁধারে এ কাজ করেছেন, খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার মাধনগর বাজার, মাধনগর ডিগ্রি কলেজ, এসআই উচ্চ বিদ্যালয়, বাজারের প্রবেশ মুখে, বাজেহালতি ব্রিজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার দেয়ালে দেয়ালে ‘জয়বাংলা’ স্লোগান লেখা হয়। নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রিজ, বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে লাল ও কালো কালিতে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে জয়বাংলা স্লোগান লেখা দেখা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments