আরিফুর রহমান: গত রবিরার সকালে পটুয়াখালী পুলিশ লাইনস ব্যারাকে পুলিশের নারী সদস্য তৃষ্ণা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তৃষ্ণা বিশ্বাসের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়।
মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন নিহত পুলিশ সদস্য তৃষ্ণা বিশ্বাসের স্বজনরা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের দিনমজুর কৃষ্ণ বিশ্বাসের মেয়ে তৃষ্ণা বিশ্বাস। বাবার সংসারের হাল ধরতে ২০২৩ সালে নারী পুলিশ কনস্টেবল পদে চাকুরিতে যোগদার করে তৃষ্ণা। ট্রেনিং শেষে পটুয়াখালী পুলিশ লাইনস এ কর্মরত ছিল। চকুরির কিছুদিন পর থেকেই মাঝে মাঝে মানসিক সমস্যায় ভুগতেন তিনি। পরিবার একাধিকবার তৃষ্ণাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন। রবিবার সকালে পটুয়াখালী পুলিশের ফোন পান পরিবার। জানতে পারেন পুলিশ ব্যারাকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে তাদের আদরের সন্তান তৃষ্ণা। এতে বাকরুদ্ধ হয়ে যায় নিহতের পরিবার ও স্বজনরা। আদরের মেয়েকে হারিয়ে পাগল প্রায় পরিবার। স্বজনের আহাজারিতে আকাশ -বাতাস ভারী হয়ে ওঠে। মানসিক সমস্যার কারণে মৃত্যু হয়েছে নাকি এই মৃত্যুর পিছনে অন্য কারো হাত আছে সে বিষয়টি নিশ্চত করতে সঠিক তদন্ত করার দাবি তৃষ্ণার পরিবার ও স্বজনদের।
নিহত পুলিশ সদস্যের মা বিনা বিশ্বাস কান্না জড়িত কন্ঠে জানান, মেয়েকে এক মাস আগে ঢাকা নিয়ে মানসিক ডাক্তার দেখাই। ওর মধ্যে একটা ভয় কাজ করতো। আমি ওর ছয় মাসের ছুটির জন্য অফিসে যাই। কিন্তু পুলিশ অফিসের স্যারেরা ছুটি দেয়নি। আমার মেয়ে কিভাবে মারা গেছে, কেন মারা গেছে সত্যটা আমরা জানতে চাই।
ডাসার থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ডাসারের বাসিন্দা এক নারী পুলিশ কনস্টেবল মারা যাওয়ার ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলায়। মরদেহ সৎকারে পুলিশের সহযোগিতা দরকার হলে পুলিশ সহযোগিতা করবে।