বাংলাদেশ প্রতিবেদক: মায়ের কাছে মাত্র ১০ মাসে অর্থ বুঝে কুরআন মুখস্থ করেছেন চার বছর বয়সী বিস্ময় শিশু আহমাদ আবদুল্লাহ মাসুম।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় যাত্রাবাড়ীর মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ রাদিয়াল্লাহু আনহায় আনুষ্ঠানিকভাবে হিফজ সমাপন করেন তিনি।
বিস্ময় শিশু আহমাদ আবদুল্লাহ মাসুমের বাবা মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা বলেন, মহান রবের দরবারে কোটি কোটি কৃতজ্ঞতা, মহান রব দয়া মায়া করে আমার কলিজার টুকরো আহমাদকে তার মহান গ্রন্থ আল কোরআন হিফজ করার তাওফিক দান করেছেন। আমাদের সন্তানের এ অর্জন আমাদের জন্য শুধু গর্বের নয়, দায়িত্বেরও। আমরা চাই, আহমাদ যেন একদিন বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়ায় ও মুসলিম উম্মাহর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।