শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলারংপুরে এলজিইডি`র প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ নির্মাণ কর্মীদের নিয়ে চাকরি মেলা

রংপুরে এলজিইডি`র প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ নির্মাণ কর্মীদের নিয়ে চাকরি মেলা

জয়নাল আবেদীন: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের আওতায় কনস্ট্রাকশন স্কিলড ট্রেইনিং সেন্টার’ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ নির্মাণ কর্মীদের নিয়ে রংপুরে চাকরি মেলা হয়েছে। সোমবার সকালে পর্যটন মোটেল মিলনায়তনে প্রভাতি প্রকল্পের পরিচালক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনিসুল ওয়াহাব খানের সভাপতিত্বে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজিইডি’র প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুসা, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আকবর আলী সহপ্রশিক্ষক-প্রশিক্ষনার্থী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও ঠিকাদারগণ। ঈ্রধান অতিথি গোপাল কৃষ্ণ দেবনাথ বলেন, দক্ষ নির্মান কর্মী তৈরি করে দেশের বেকারত্ব হ্রাস করা এ প্রকল্পের একটি বড় লক্ষ্য। এ প্রকল্পের মাধ্যমে যেমন দেশের বেকারত্ব হ্রাস পাবে, তেমনি দেশের অবকাঠামোগত উন্নয়নও হবে। বিশেষ করে বন্যা কবলিত এলাকাগুলোতে দক্ষ নির্মাণ কর্মীদের কাজে লাগিয়ে আমরা বিভিন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। প্রভাতী প্রকল্পের কার্যক্রম আরও জোরদারে কাজ চলমান রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments