রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাযশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলাদেশ প্রতিবেদক: যশোরের মনিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর হাসপাতালে মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) ও ভ্যানচালক ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫)। আহতরা হলেন নড়াইলের জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী শিশু কন্যা।

জানা যায়, যশোরগামী একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার চেষ্টা করলে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের ওপর দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। গুরুতর আহত হন রুপা, মিম ও তার কন্যা। পরে হাসপাতালে নেওয়ার সময় রুপা মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্যদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপা নামে অপর এক গৃহবধূ মারা যায়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments