বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লা দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারী এবং বাদশা রুবেল ও সাব্বির হোসেন হত্যা মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দেবিদ্বার উপজেলার জনগণ।
বুধবার বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ওই মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবিদ্বার সরকারী কলেজের সাবেক জিএস মোকবল হোসেন, ইব্রাহিম কন্ট্রাকটার, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, সাদ্দাম হোসেন, মাহফুজ সরকার, আবুল খায়ের, নিজাম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাদ্দাম হোসেন দেবিদ্বারের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত খুনী। সে জুলাই অভ্যুত্থান চলাকালে সাধারণ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। সে রুবেল ও সাব্বিরের হত্যাকারী। তার হামলায় অনেকেই আহত হয়েছে। বক্তারা সাদ্দামের ফাঁসি দাবি করে বলেন, সাদ্দামের মতো কুখ্যাত খুনির ফাঁসি না হলে রুবেল ও সাব্বিরের আত্মা শান্তি পাবে না।
উল্লেখ্য, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সৌদি আরব থেকে গত মঙ্গলবার দেশে ফিরলে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয় সাদ্দাম। তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।