বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ফুলজোড় নদীতে গোসলে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই সিরাজগঞ্জ শহরের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য রাজশাহী থেকে আধুনিক মানের ডুবুরি দল ডাকা হয়েছে। ইতোমধ্যে তারা সিরাজগঞ্জের উদ্দেশে রওয়ানা করেছে।