রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাঅভিনব কায়দায় ভারতীয় ফেনসিডিল বহনের সময় আটক ১

অভিনব কায়দায় ভারতীয় ফেনসিডিল বহনের সময় আটক ১

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকাষা সিমান্তে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ জাহাঙ্গীর (৪৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আজ শনিবার ভোর ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তারা গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে

বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্যে দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভবনা রয়েছে। এপ্রেক্ষিতে বিজিবি উক্ত স্থানে টহলদল জোরদার করলে

সন্দেহভাজন একজন ব্যক্তিকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করে। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে বডিতে ফিটিং অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল খুজে পায় বিজিবি।

আটককৃত ব্যাক্তি হলো,জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়ার গ্রামের মোঃ সোহারাবের ছেলে মোঃ জাহাঙ্গীর।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মনির -উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান সিমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং কার্যক্রম অব্যাহত থাকবে।

আটককৃত ব্যাক্তিকে শিবগঞ্জ থানায় মাদকসহ হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনির-উজ-জামান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments