আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভ্যেন্যুতে সকাল ১০ টায জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন, বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সভাপতি সেলিমুজ্জামান তালুকদার, উপজেরা জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি মো. আফসার উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম তালুকদার, অলোয়া ইউপি প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম তালুকদার। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধীক ক্রীড়াবীদ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেটে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।