শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাসিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নান অস্ত্রসহ ঢাকায় আটক

সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নান অস্ত্রসহ ঢাকায় আটক

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নানকে (৬৯) আটক করেছে ডিবি পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। আটককৃত হান্নান উপজেলার সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে।

হান্নানকে আটকের পর তার অফিসে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে হান্নানকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হান্নানকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস থেকে ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার ২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি ১২ বোরের একটি শর্টগান, ৮০ রাউন্ড শর্টগানের কার্তুজ, শর্টগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শর্টগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়। তিনি আরো জানান -গ্রেফতারের পর তার বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি মামলা হয়। এর মধ্যে হান্নান ২ মামলায় এজাহারভুক্ত আসামি।

এদিকে মুশফিকুর রহমান খান হান্নানের আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট করতে দেখা গেছে।

এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের আটকের বিষয়টি আমার জানা নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments