শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeসারাবাংলাভূঞাপুরে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার

ভূঞাপুরে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ। পরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

রবিবার (৯ ফেব্রয়ারি) দুপুরে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলা কুঠিবয়ড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মামুন সরকার (৪৫), কাগমারীপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক (৩৮), নূরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (২৫), ঘাটান্দী গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে খন্দকার রুবেল (৩৫), হাবিবুরের ছেলে মঞ্জুরুল (৪৩), বরকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শিপন (২৪), কুকাদাইর গ্রামের মৃত সোলাইমানের ছেলে আল আমিন (৪২), গোবিন্দাসী গ্রামের মৃত কানচুর ছেলে লতিফ (৪৫), ডিগ্রির চর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), গোপালপুর উপজেলার জয়নগর আবুল মেম্বারের ছেলে গোলাপ (৪৫) এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments