শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলারংপুরে অটোরিক্সার ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু,প্রতিবাদে সড়ক অবরোধ

রংপুরে অটোরিক্সার ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু,প্রতিবাদে সড়ক অবরোধ

জয়নাল আবেদীন: রংপুরে অটোরিক্সার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিনা মাহিগঞ্জ আমতলা বিদ্যাপীঠ ও কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সড়ক দূর্ঘটনায় ছাত্রী মৃত্যুও ঘটনায় গতিরোধক ও ট্রাফিক সাইন স্থাপনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমতলা এলাকার দোলন মিয়ার মেয়ে দারুল জান্নাত দিনা মঙ্গলবার দুপুরে টিফিন শেষে বাসা থেকে স্কুলে ফিরছিল। সে মাহিগঞ্জ-পাওটানা সড়কে আসলে একটি দ্রæত গতির অটো রিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ছুটে এসে দিনাকে উদ্ধার কওে হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দিনা মারা যায়। দিনার মৃত্যুও সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠি, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। তারা সড়কে গতিরোধক, ট্রাফিক সাইন স্থাপন সহ ঘাতক অটোচালকের শাস্তির দাবীতে আমতলা মোড়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনের কারণে রাস্তার দু’ধারে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।আন্দোলনকারী শিক্ষার্থী নুর মোহাম্মদ শুভ বলেন, সড়ক নির্মাণের সময়ে আমরা মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্রাফিক সাইন স্থাপনের দাবী জানিয়ে আসছিলাম। কিন্তু কর্তৃপক্ষ সেই দাবী বাস্তবায়ন করেনি। এজন্য দিনারমত মেধাবী শিক্ষার্থীকে প্রাণ দিতে হলো। আর কত প্রাণ গেলে কর্তৃপক্ষ এই জন দাবী মেনে নেবে।

দারুল এহসান মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম বলেন, আমতলা-পাওটানাসড়কে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানআছে। অথচ এই সড়কে সকল যানবাহন দ্রæতগতিতে চলাচল করে। এলজিইডি যদি সড়ক নির্মাণের সময় স্পিড ব্রেকার দিতো, তাহলে এই সড়কে শিক্ষার্থীর মৃত্যু হতো না। সেই সাথে এই সড়কে লাইসেন্স বিহীন অদক্ষ চালকদের যানবাহন চালনা বন্ধ করতে হবে। মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুসব লেন, শিক্ষার্থীর মৃত্যুও ঘটনায় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments