শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি কলেজের সাতজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সংঘর্ষের ঘটনায় আহত নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমি আমার বন্ধুসহ টেষ্ট পরীক্ষা দিতে কলেজের দিকে আসছিলাম। স্টার কাবাব হোটেলের সামনে ঢাকা কলেজের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী রড, কাচের বোতল, স্টিলের স্কেল দিয়ে অতর্কিত আমাদের দুজনের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায়। আমার বন্ধুও আহত হয়।

সিটি কলেজ কর্তৃপক্ষের সূত্রমতে, সংঘর্ষের ঘটনায় সিটি কলেজে সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। আহত শিক্ষার্থীদের পক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে মামলার ঘোষণা দিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে আগামী রোববার দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।

এদিকে ঢাকা কলেজের একাধিক শিক্ষকের সূত্রমতে, আজকের সংঘর্ষে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির একদল শিক্ষার্থী পূর্বপরিকল্পিতভাবে সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর প্রথমে হামলা করে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। সংঘর্ষে ন্যূনতম সম্পৃক্ততা পেলে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন।

দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ঢাকা সিটি কলেজ অধ্যক্ষ নিয়ামুল হক কোনো ধরণের মন্তব্য করতে রাজি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি দুপুরে তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি ফের পরিস্থিতি উত্তপ্ত হয়।

একপর্যায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থীরা সেদিন বিকেলে লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নিয়ে যায়।

পরে সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। ওই দিন প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments