জয়নাল আবেদীন: রংপুরে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার হওয়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন কোতয়ালী থানার এস আই মোস্তাফিজার রহমান আফতাব উদ্দিনের ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ সোয়েবুর রহমান তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আগামী ১৮ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত।আসামী পক্ষের আইনজীবী অ্যাড. ইতফা আক্তার বলেন, সাবেক এমপি আফতাব উদ্দিন একজন বয়স্ক মানুষ। তার বয়স বিবেচনা কওে আদালতে তার জামিন ও রিমান্ড বাতিল চেয়ে ছিলাম।
বিজ্ঞআদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে বুধবার দিবাগত রাত একটার দিকে নগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে সাবেক এমপি আফতাবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।