শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলানিষিদ্ধ হিজবুত তাহরীরের ৩ সদস্য রিমান্ডে

নিষিদ্ধ হিজবুত তাহরীরের ৩ সদস্য রিমান্ডে

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের মধ্যে মনিরুল ইসলামের ২ দিন, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (০৭ মার্চ) বিকেলে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি, উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশে ৭ মার্চ শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেইটে মার্চ ফর খেলাফতে কর্মসূচি ঘোষণা করে।

এ জন্য উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরস্থ ১৬ নং রোডের ৪৬ নং বাসার ২য় তলায় আসামি মোহতাসিন বিল্লাহ (৪০) এর বাসায় একত্রিত হয়ে শলাপরামর্শ করে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ১২টা ৫ মিনিটে দুইজনকে আটক করা হয়। অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। পরে ০৭ মার্চ রাত সাড়ে ১২টায় উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরস্থ ১/এ নং রোডের ১৬ নাম্বার বাসার ৪ নাম্বার ফ্ল্যাট থেকে আসামি মাহমুদুল হাসানকে (২১) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে জানায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments