শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeসারাবাংলাবাইসাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

বাইসাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: ফরিদপুরে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ওই কিশোর শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পরিবারের।

শুক্রবার রাত ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেল তিনটার দিকে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

ভুক্তভোগী শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, অভিযুক্ত কিশোর ভুক্তভোগী শিশুটির চাচার হোটেলের কর্মচারী। গতকাল রাত আটটার দিকে ওই কিশোরকে হোটেল থেকে বাড়িতে পাঠানো হয় মশার কয়েল দিয়ে। এ সময় কিশোরটি ওই শিশুকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে তাকে নিয়ে বের হয়। রাত ৮টার দিকে শিশুটিকে বাড়ির অদূরে একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় শিশুটি চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই কিশোর শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এলাকাবাসী তাকে ধরে পিটুনি দিয়ে কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি আসাদউজ্জামান আরও বলেন, এ ঘটনায় শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামি কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments