শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাসিংগাইরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

সিংগাইরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে এক তরুনীকে(১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছে।

জানাগেছে,উপজেলার বায়রা ইউনিয়নের মাথাভাঙা (কালীনগর) গ্রামের তরুনীকে ধর্ষণের অভিযোগে একই উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে কাওছার(২৩) ও পার্শ্ববর্তী বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের হুছেন আলীর পুত্র হৃদয়(২৪) সহযোগী অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিকটিম ও মামলার এজাহার সূত্রে জানাযায়, প্রেম ভালবাসার সম্পর্কের জের ধরে গত রবিবার সন্ধ্যার পর অভিযুক্ত কাওছার বিয়ের কথা বলে বাড়ি থেকে রাস্তায় ডেকে নেয়। এরপর কৌশলে কাওছার ও তার বন্ধু হৃদয় ভিকটিমকে বায়রা ইউনিয়নের কালীনগর সাকিনস্থ মাথাভাঙা চকে জনৈক ফরিদ দেওয়ানের পুকুরের উত্তর-পূর্ব কোনায় নির্জন স্থানে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সেখানে দু’জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে। সুযোগ বুঝে চিৎকার করে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকেও টেঁনে হিচড়ে নিয়ে যায়। এ সময় ভিকটিমের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুটে নেয় অভিযুক্তরা।

অভিযুক্ত কাওসার ও হৃদয়ের মুঠো ফোনে এ ব্যাপারে জানার চেস্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জে ও এম তৌফিক আজম বলেন,মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযুক্তদের গ্রেফতারের জোর চেস্টা চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments