শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeসারাবাংলাগ্রেপ্তার ৫ ডাকাতের একজন ‘যুবদল’, আরেকজন ‘ছাত্রদলকর্মী’

গ্রেপ্তার ৫ ডাকাতের একজন ‘যুবদল’, আরেকজন ‘ছাত্রদলকর্মী’

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন। আর ইয়াকুব হোসাইন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন।

তবে এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ৫ যুবক ৩ মাস আগে দত্তপুরের দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাই তাদের সেই ডাকাতির মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতির অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, ৩ মাস আগে বছরের ৬ ডিসেম্বর উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুরে দুই সহোদর প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছিল। সেই সময়ে ডাকাতরা প্রবাসীদের ঘরের আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। প্রবাসীদের ভাই ও মাকে মারধর করে এবং পিতার পায়ের রগ কেটে রক্তাক্ত জখম করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments