শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে চোরাই ৪টি মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে স্থানীয় চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের মূল হোতা প্রান্ত (২৪) রয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (২৬ মার্চ) বিকেলে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা জানিয়েছে।

গ্রেপ্তারকৃত অপর দুইজন হলো পাবনা সদর থানার জহিরপুর গ্রামের জুয়েল (২৫) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগুয়ান গ্রামের ওয়াজেদ আলী (৫৫)।

থানা জানায়, চুরির ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় ঈশ্বরদী থানার একটি চৌকস দল তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন আলহাজ মোড় থেকে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা প্রান্তকে (২৪) গ্রেপ্তার করা হয়। প্রান্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরে অপর ২ জনকে গ্রেপ্তার ও ৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, প্রান্ত দীর্ঘদিন ধরে পাবনা, ঈশ্বরদী ও কুষ্টিয়া অঞ্চলে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এবং সে পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মধ্যে অন্যতম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। মোটরসাইকেল চুরি চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments