জয়নাল আবেদীন: ঈদ যাত্রাকে নির্বিঘ্নসহ যাত্রী হয়রানি বন্ধে রংপুওে পুলিশ ও র্যাবের সাব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর মর্ডাণ মোড়ে এর উদ্বোধন করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-১৩ এর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজসহ অন্যরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে রংপুরসহ বিভাগের ৮ জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষ যাতায়াত করছে। তারা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পাওে এবং ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে যেতে পারে সেটি নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া অজ্ঞানপার্টি, মলমপার্টি ও চাঁদাবাজদের দৌড়াত্ম রোধে এ সাব কন্ট্রোলরুম কাজ করবে।