শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদণ্ড, ৪টি ভেকু...

ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদণ্ড, ৪টি ভেকু জব্দ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে অবৈধভা‌বে বালু উত্তোলণের দা‌য়ে ৭ জন‌কে আটক ক‌রে যৌথবা‌হিনী। প‌রে আটককৃত‌দের ম‌ধ্যে ৫ জন‌কে একমাস ক‌রে কারাদণ্ড ও ২ জন‌কে ৭ ‌দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম‌্যমণ আদাল‌তের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. তা‌রিকুল ইসলাম।

বুধবার (৯ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার সিরাজকা‌ন্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প‌রে আটককৃত‌দের সাজা দি‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। ‌ কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন- উপ‌জেলার সিরাজকা‌ন্দি গ্রা‌মের মৃত সাত্তার মিয়ার ছে‌লে বাদশা মিয়া (৩৬), একই গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে মো. আক্তার (৩৬), মৃত হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দী‌নের ছে‌লে দিলদার হো‌সেন (৬০), একই গ্রা‌মের ওসমান (৪০) ও আবুল কা‌শেম (৪৮) এবং পলশিয়া গ্রা‌মের মৃত অহম আলীর ছে‌লে বেলাল হো‌সেন (৩৫)। এদি‌কে আটককৃত‌দের থানায় নি‌য়ে আসার পর তাদের লোকজন থানায় ভিড় জমায়। এ সময় থানার মেইন গেইট বন্ধ রে‌খে প‌কেট দরজা খু‌লে রে‌খে লোকজ‌নের যাতায়াতে সী‌মিত রাখা হয়। জানা গে‌ছে, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বালু উত্তোলণ ক‌রে ট্রাক‌যো‌গে বি‌ক্রি কর‌ছিল। খবর পে‌য়ে অভিযান

প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এতে বালু উত্তোল‌ণে জ‌ড়িত ৭ জন‌কে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪‌টি ভেকু জব্দ করা হয়। ভুঞ‌াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ কে এম ‌রেজাউল ক‌রিম জানান, যমুনা নদী‌তে অবৈধভা‌বে বালু উত্তোলণ ব‌ন্ধে অভিযান প‌রিচালনা ক‌রে ৭ জন‌কে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেয়া হয়। আসামি‌দের কারাগা‌রে পাঠা‌নো হ‌য়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments