শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeসারাবাংলামিছিলের প্রস্তুতিকালে যুবলীগ কর্মীসহ আটক ৭

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ কর্মীসহ আটক ৭

বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঠিকাদার ও যুবলীগ কর্মী আবুল হোসেন (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পেজ ও গ্রুপ খুলে ফতুল্লায় নেতাকর্মীদের সুসংগঠিত করার চেষ্টা করছেন। সোমবার সকালে যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় তাদের ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করেছে।

আটকদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ মোবাইল থেকে মীর সোহেলের সেই পেজ ও গ্রুপের সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাদের একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে যেতেন। তাদের সবার মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments