বাংলাদেশ প্রতিবেদক ঃ এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন জনৈক মোঃ জামান সাহেবের “নিগার জামান পেট্রোল পাম্প” এর সামনে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় হইতে ২৮ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ ২৩.৪০ ঘটিকায় ডাকাতির প্রস্তুতিকালে ০২টি রাম দা ও ১ টি চাপাতিসহ ডাকাত মোঃ হিমেল সরকার @ আলিউল ইসলাম ৩৪, ও মোঃ সোহাগ (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ হিমেল সরকার @ আলিউল ইসলাম (৩৪) এর বিরুদ্ধে গফরগাঁও থানায় ০৪টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ০২টি রাম দা ও ১ চাপাতি এর বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।