জয়নাল আবেদীন : আজ সকালে রংপুর নগরির কয়েকটিস্থানে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে শাপলা চত্তর এলাকার মেসার্স ইউনিক ট্রেডার্স প্রতিষ্ঠানটিকে জ¦ালানী তেল সরবরাহে পরিমাপে কম দেয়ায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপে কম দেয়ায় স্টেশন বাজারের মেসার্স খোরশেদ আলম খাসী ঘর প্রতিষ্ঠানটিকে ৫শ টাকা এবং মেসার্স মা বাবার দোয়া মুরগী স্টোর প্রতিষ্ঠান কে ৫শ টাকা সহ সর্বমোট ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয় । মোবাইল কোর্ট পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের সিনিয়র সহকারী সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান। বিএসটিআই বিভাগীয় কার্যালয় কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মারুফা বেগম সহ বিএসটিআইসহ প্রশাসনিক কর্মকর্তারা ।বিএসটিআই’র উপপরিচালক ও বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ সাংবাদিকদের বলেন, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ।