গিয়াস কামালঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক কলহের জেরে একজনকে পিটিয়ে আহত ও অপর জন কে শ্লীলতাহানী করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার হামছাদী গ্রামের মোঃ
দেলোয়ার ও মোঃ জাবেদ এর সঙ্গে একই এলাকার রেহেন ওরফে রায়হান এর দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে রেহেন ওরফে রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হামছাদী জামে মসজিদের পিছনে বিলের পাশে নিয়ে যায়। উক্ত স্থানে দেলোয়ার ও জাবেদ সহ অজ্ঞাতনামা ৫/৬ মিলে রেহেন ওরফে রায়হানকে দা, লাঠি সোটা ও দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে মারপিট করতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং চোখ রক্তাক্ত জখম হয়। রেহেন ওরফে রায়হানের ডাক চিৎসকারে তার মা ও মেয়ে আগাইয়া আসিলে অভিযোগে উল্লেখিত বিবাদীগণ তার মেয়ের কাপড় চোপড় টানিয়া শ্লীলতাহানী করে। তাদের সকলের ডাকচিৎসকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ হুমকি দিয়া চলিয়া যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, পারিবারিক কলহের জেরে মারপিট করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।