মাসুদ রানা রাব্বানীঃ মিষ্টি কুমড়ার ভিতরে অভিনব কায়দায় মাদক পাচারকালে সোয়া ৬০লাখ টাকার হেরোইন-সহ মোঃ আপন আলী (২২), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর দীগরাম ঘুন্টিঘর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৬১৯ গ্রাম হেরোইন ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি ১টি অটোরিক্সা জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ আপন আলী (২২), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার পিয়ারাপুর থানার মোঃ আবু তাহেরের ছেলে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রাব্যা জানায়, গ্রেফতার মাদক কারবারী আপন আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল তার ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে ওই মাদককারবারীকে আটক করে। জিজ্ঞাাবাদের এক পর্যায়ে তার হেফাজতে থাকা অটোর বাম পাশের হ্যান্ডেলের সাথে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।
এ ব্যপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।