রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeঅপরাধরোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও আরসা ও আরএসও মাঝে গুলাগুলি...

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও আরসা ও আরএসও মাঝে গুলাগুলি নিহত-৪

কায়সার হামিদ মানিকঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও আরসা ও আরএসও সদস্যদের মাঝে গুলাগুলির ঘটনা ঘটেছে।এতে ৪ রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে উখিয়ার ১৫ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। এর আগে একইদিন দুপুরে আরো একজন রোহিঙ্গাকে হত্যা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হোসেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ১৭ নম্বর ক্যাম্পের সি/৭৭ ব্লক এলাকায় ১০/১২ আরসা সদস্য একত্রিত হয়ে ওই ক্যাম্পের এইস/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩৫) নামের এক রোহিঙ্গাকে মাথায় উপর্যুপরি গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পে আরসার বিরুদ্ধে শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরদিকে রাত ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকায় আরসা ও আরএসও সদস্যদের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় আরসা সন্ত্রাসীদের গুলিতে ওই ক্যাম্পের বাসিন্দা মো. আলীর ছেলে মো. জোবায়ের (১৬) ঘটনাস্থলে নিহত হন। সে আরএসও সদস্য বলে জানা গেছে।
এছাড়াও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গারা আহতদের উদ্ধার করে ক্যাম্পে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেয়ার পথে আনোয়ার সাদেক (২৭ ) মারা যায়। সেও আরএসও’র সদস্য। বাকি দুই গুলিবিদ্ধকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই এপিবিএন ও থানা পুলিশ রাতে সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও সাধারণ রোহিঙ্গাদের ভয়ভীতি দেখাতে আরসা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড সংঘটিত করছে বলে জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা। এরফলে ৬ ঘণ্টার ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভীতিতে রয়েছেন। এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ইমাম হোসেন নামে আরো এক রোহিঙ্গা যুবক নিহত হয়। এনিয়ে মঙ্গলবার একদিনেই রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় ৪ জন রোহিঙ্গা নিহত হয়েছে।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments