বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Homeঅপরাধসাবেক বিচারপতি মানিককে সিলেট থেকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

সাবেক বিচারপতি মানিককে সিলেট থেকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

বাংলাদেশ প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পাওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে ওসমানী বিমানবন্দর থেকে তাকে বহনকারী হেলিকপ্টার রাজধানী ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। সিলেট কেন্দ্রীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সকালে অনুপ্রবেশ চেষ্টা মামলায় সাবেক বিচারপতি মানিককে জামিন প্রদান করেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ। জামিন পেলেও রাজধানী ঢাকায় তার বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় শ্যুন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো হওয়ায় মুক্তি পাননি তিনি।

আদালত থেকে প্রথমে সিলেট কেন্দ্রীয় কারাগারে ও সেখান থেকে ওসমানী বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ঢাকার একটি মামলায় বুধবার তাকে হাজির করা হবে বলে জানিয়েছেন সিলেটে জেলার শাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে শামসুদ্দিন মানিককে সেনা, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পাহারায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তা দিয়ে আদালতে হাজির করা হয়। এর আগে ২৪ আগস্ট আদালতে হাজিরকালে তার ওপর হামলা করে ক্ষুব্ধ জনতা। ওই দিন অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ওসমানী হাসপাতালে অস্ত্রোপচার করার পর আইউসিইউতে রাখা হয়। ১২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে আবার কারাগারে প্রেরণ করা হয়। কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে পাসপোর্ট ও ভিসা ব্যতীত ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে দায়ের করা মামলা মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় জামিন লাভ করেন তিনি।

গত ২৩ আগস্ট রাতে দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments