বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামে অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবুদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ১৫ কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন মেজিস্ট্রেট শরিফুল হকের আদালতে মামলা দায়ের করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো: একরামুল করিম।
আদালত মামলা গ্রহণ করে সিনিয়র পুলিশ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই মামলায় আরও আসামী করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ তিন মেয়াদের সংসদ সদস্যদের।