শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeঅপরাধ১০ মিনিটেই অর্ধকোটি টাকার মুঠোফোন চুরি, দুইজন গ্রেপ্তার

১০ মিনিটেই অর্ধকোটি টাকার মুঠোফোন চুরি, দুইজন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধিঃ সংঘবদ্ধ চোরচক্রের  দুই জন সদস্য আগেই লুঙ্গি পড়ে সাধারণ ক্রেতা সেজে  মুঠোফোনের দোকানটি রেকি করেন।  কখন  মুঠোফোনের দোকানটি খোলা ও বন্ধ করা হয় তা দেখেন তাঁরা । নৈশপ্রহরি মার্কেট থেকে কখন  চলে যান তা ঘুরে-বেড়িয়ে তথ্য সংগ্রহ করে চক্রটি ওই দুই সদস্য। এরপর মুঠোফোনের দোকান ও মার্কেটের সব তথ্য  চক্রের অন্য সদস্যদের জানান তাঁরা। চক্রের  আরেক জন এসব তথ্য ভালোভাবে যাচাই করেন। এরপর মুঠোফোনের দোকানটি  চুরির পরিকল্পনা করেন চক্রটি। মুঠোফোনের দোকানে চুরি করতে সময় লাগে মাত্র ১০ মিনিট। এসময়ে মার্কেট ও মুঠোফোনের দোকানের ১২ টি তালা কেটে নামি-দামি ব্যান্ডের অর্ধকোটিরও বেশি টাকার মুঠোফোন  চুরি করে। তবে সংঘবদ্ধ চোরচক্রের ভাগ্যে সহায় হয়নি। সাতটি ট্রাভেল ব্যাগে ভরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় ১৯৫ পিস নামি-দামি মুঠোফোনসহ চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন লোকজন। জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট জাহানারা প্লাজার মুঠোফোনের দোকান মের্সাস মাহবুব ট্রের্ডাসে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার ও  সাত ট্রাভেল ব্যাগে থাকা ১৯৫ পিস মুঠোফোন জব্দ করেছে থানা পুলিশ।
 গ্রেপ্তার চক্রের দুই সদস্য হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গাংগো নগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোঃ রিপন হোসেন (২৭) ও  কুমিল্লা শহরের টমটম সেতু এলাকার মোঃ লাকী হোসেনের ছেলে  মোঃ কবির (৩৪)। তাঁদের কাছ থেকে স্ক্রু ডাইভার, টর্চলাইট  পেয়েছে পুলিশ।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার সকালে জাহানারা প্লাজা মার্কেটের নৈশপ্রহরি চলে যান। ভোর থেকেই শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে লোকজন ও যানবাহনের সমাগম শুরু হয়। সকালেই পাঁচুর মোড়ের অনেক ছোট-ছোট দোকানপাটও খোলা ছিল।  সকাল সাড়ে সাতটার দিকে জাহানারা প্লাজার মাহাবুব ট্রের্ডাস মুঠোফোনের দোকানের সামনে ৫-৬ জন লোক বার-বার আসা- যাওয়া করছিলেন। ২-৩  জন ওই মার্কেটের ভেতর থেকে একটি করে  ট্রাভেল ব্যাগ নিয়ে বের হন। স্থানীয় দোকানীরা তাঁদের মাহাবুব ট্রের্ডাস মুঠোফোনের দোকান কর্মচারী ভেবেছিলেন।  হঠাৎ করেই জাহানারা প্লাজা মার্কেটের মালিকের ছেলে বাসা থেকে বের হয়ে তাঁদের মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় মার্কেটের ভেতর থেকে একজন ব্যক্তিকে ট্রাভেল ব্যাগ নিয়ে বের হচ্ছিলেন। তিনি তাঁকে ধরে ফেলেন। এরপর সেখানে লোকজন জড়ো হন।  ট্রাভেল ব্যাগ খুলে ভেতরে মুঠোফোন দেখতে পান। মুঠোফােনের দোকান মালিক মাহাবুবকে খবর দেওয়া হয়। তিনি এসে দেখেন মার্কেটের মুল ফটকের তালা কাটা।  তাঁর দোকান ঘরের কলাপসিবল ও সার্টার গেটের তালাও কাটা। দোকানের ভেতর তাকে নামি-দামি ব্যান্ডের মুঠোফোন নেই। তিনি দ্রুত ঘটনাটি থানা পুলিশ ও বিভিন্ন লোকজনদের জানান। এরপর পাঁচবিবি এলাকায় অটোরিকশা থামিয়ে ট্রাভেল ব্যাগসহ একটি ব্যক্তিকে আটক করে লোকজন। পরে থানা পুলিশ এসে ট্রাভেল ব্যাগসহ তাঁদের দুজনকে থানায় নিয়ে যায়। দুপুর আড়াইটায় সদর থানার ওসি শাহেদ আল মামুন ও উপপরির্দশক সোলায়মান আলী চুরি যাওয়া মের্সাস মাহাবুব ট্রের্ডাস মুঠোফোনের দোকান পরির্দশন করেন।
 দোকান মালিক মাহাবুর হোসেন বলেন, চোরচক্রটি  মার্কেট ও আমার দোকানের ১২ টি তালা কেটে ভেতরে ঢুকে নাম-দামি ব্যান্ডের মুঠোফোন চুরি করেছে। এসব মুঠোফোন সাতটি ট্রাভেল ব্যাগে ভরে পালানোর সময় লোকজন দুইজনকে ধরে ফেলে পুলিশে দিয়েছে। সাতটি ট্রাভেল ব্যাগে মোট ১৯৫ টি মুঠোফোন পাওয়া গেছে। এসব মুঠোফোনের মুল্যে প্রায় অর্ধকোটি টাকা। সাত সকালে এভাবে চুরির ঘটনায় হতবাক হয়েছি।
সদর থানার উপ-পরির্দশক (এসআই) সোলায়মান আলী বলেন, চক্রটির দুই সদস্য লুঙ্গি পড়ে সাধারণ ক্রেতা সেজে আগে মুঠোফোনের দোকানটি রেকি করেছিল। সবকিছু তথ্য জানার পর চক্রটির ৭-৮ জনের একটি দল জয়পুরহাটে রাতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চক্রটি  তালা কেটে দোকানে ভেতরে ঢোকে  দশ মিনিটের মধ্যে মুঠোফোনগুলো চুরি করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, সাতটি ট্রাভেল ব্যাগে ১৯৫ টি মুঠোফোন পাওয়া গেছে। আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments