রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeঅপরাধশেখ হাসিনার সেই ৪০০ কোটির পিয়নের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সেই ৪০০ কোটির পিয়নের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ প্রতিবেদক: দুর্নীতি করে ৪০০ কোটি টাকার মালিক বনে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপ-পরিচালক মো. রাশেদুল ইসলাম নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এদিকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ঢাকায় তার নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনি তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ৮ ব্যাংক অ্যাকাউন্টে ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা স্থানান্তর করা হয়।

আসামিদের বিদেশ গমনের নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টের রিট পিটিশন রায়ের পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি গ্রহণ করা প্রয়োজন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments