শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeঅর্থনীতিপ্রতিবছর ২০ লাখ মানুষ কর্ম বাজারে প্রবেশ করছে

প্রতিবছর ২০ লাখ মানুষ কর্ম বাজারে প্রবেশ করছে

জয়নাল আবেদীন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা বলেছেন, দেশে প্রতিবছর ২০ লাখ কর্মপ্রত্যাশী যুবক ও যুব মহিলা কর্ম বাজারে প্রবেশ করছে। কিন্তু তাদের সবার কাজ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে কর্মপ্রত্যাশীরা এখন ওভারসিস মার্কেটের দিকে কর্মসংস্থান নিয়ে যাওয়ার জন্য ব্যকুল হয়ে আছে। রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) গ্লোবাল ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড আয়োজিত চীনে জনশক্তি রপ্তানি শীর্ষক জব ফেয়ার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণ চন্দ্র বর্মা বলেন, দেশে প্রতি ঘন্টায় নতুন করে ২শ৮৫ জন শিশু জন্মগ্রহণ করছে। প্রতি বছর প্রায় ২০ লাখ কর্মপ্রত্যাশী যুবক ও যুব মহিলা আমাদের কর্ম বাজারে প্রবেশ করছে। এখন জনসংখ্যা প্রায় ১৭ কোটি। আমাদের অনেক কর্মক্ষম বেকার। জনগোষ্ঠী আজকে কাজ খুঁজে পাচ্ছে না। সাধারণ শিক্ষায় শিক্ষিতদের আমরা কাজ নিশ্চিত করতে পারছি না।রংপুরকে এগিয়ে নিতে এ অঞ্চল থেকে জনশক্তি রপ্তানিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ১০টি দরিদ্রতম জেলার মধ্যে রংপুর বিভাগেই রয়েছে পাঁচটি জেলা। আমাদের সীমিত সম্পদ। মন্থর শিল্পায়ন। কৃষি জমি প্রতিবছর কমে যাওয়ার বিপরীতে বাড়ছে উবৃত্ত জনসংখ্যা। বাড়ছে বেকারত্ব। আমাদের সরকারি, বেসরকারি এবং অন্যান্য সেক্টরগুলোতে যে কাজ করে, তার পরিমাণ খুবই কম। একারণে কর্মপ্রত্যাশীরা আজকে ওভারসিস মার্কেটের দিকে কর্মসংস্থান নিয়ে যাওয়ার জন্য ব্যকুল হয়ে আছে। রংপুরের মানুষকে জাগতে হবে। বিদেশমুখী হতে হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি কার্যালয়ের সহকারি পরিচালক আমেনা পারভীন, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান, গ্লেবাল ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেডের পরিচালক আবু হাসনাত, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কুদ্দুস, ব্যবস্থাপক (বিজনেস অপারেশন) পারভেজ কবির, চীনা প্রতিনিধি মি. ইউলিয়াম হার্ন প্রমুখ। জব ফেয়ারের আয়োজকরা জানান, রংপুর থেকে স্নাতক ও সসমান ডিগ্রীধারী ১৫০ জনকে চীনের দুটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিবেন। সেখানে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতনসহ ওভার টাইম সুবিধ, থাকা, খাওয়া ও চিকিৎসাসহ ইন্সুরেন্স সুবিধা দেয়া হবে। চীনে যাবার জন্য নির্বাচিত প্রত্যেককে ২ লাখ ২০ হাজার টাকা খরচ করতে হবে। আগামী বছরের জানুয়ারীতে পর্যায়ক্রমে রংপুর থেকে জব ফেয়ারে নির্বাচিতরা চীনের শ্রম বাজারে কাজের সুবিধা পাবেন। জব ফেয়ার অনুষ্ঠানে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক কর্মপ্রত্যাশী স্নাতক ও সমমান ডিগ্রী অর্জনকারী যুবকরা সরাসরি চীনা প্রতিনিধিদের সাথে সাক্ষাতকারে অংশ নেন। সেখান থেকে কোয়ালিটি কন্ট্রোলার, মেশিন অপারেটর ও জেনারেল ওয়ার্কার পদে ১শ৫০ জনকে নির্বাচিত করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন ও সহযোগিতায় দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে কাজে লাগাতে চীনে জব ভিসার জন্য জব ফেয়ারের আয়োজন করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments