শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeঅর্থনীতিচালের বাজারও অস্থির, কেজিতে বেড়েছে ৫ টাকা

চালের বাজারও অস্থির, কেজিতে বেড়েছে ৫ টাকা

বাংলাদেশ প্রতিবেদক: আবারো চালের দাম বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে কেজিতে ৫ টাকা বেড়েছে চালের দাম। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান খুচরা বিক্রেতারা। তবে রাজধানীর নয়া বাজারের আড়তদাররা বলছেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দাম বাড়িয়েছেন তারা। আর মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম।
প্রায় তিন মাস যাবত অস্থির পেঁয়াজের বাজার। এর সাথে নতুন করে যোগ হয়েছে চালের বাড়তি দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম।
বাজার ঘুরে দেখা যায় কাটারি নাজির চাল কেজি প্রতি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। মিনিকেট ৩ থেকে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেক ৪৮ টাকা কেজি দরে। একইভাবে কেজিপ্রতি ৫ টাকা বেড়ে জিরানাজির চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি। নাজিরশাইল কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা। কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে আঠাশ, গুটি স্বর্ণা এবং উনত্রিশ চালের দাম। বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকা। কেজি দরে। আর চিনিগুরা চাল কেজিপ্রতি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি।
এদিকে পেঁয়াজের বাজারের পর চালের এমন দাম বৃদ্ধিতে ক্ষুদ্ধ ক্রেতারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments