শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeঅর্থনীতিপুঁজিবাজারে ব্যাপক দরপতন, মতিঝিলে বিক্ষোভ

পুঁজিবাজারে ব্যাপক দরপতন, মতিঝিলে বিক্ষোভ

বাংলাদেশ প্রতিবেদক: বড় দরপতনের ঘটনা ঘটলো দেশের পুজিবাজারে। গত কয়েকদিন থেকে পুঁজিবাজারে দরপতন হতে থাকে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ১০০ পয়েন্ট কমে যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যাওয়ায় দিশেহারা বিনিয়োগকারীরা।
এদিকে মঙ্গলবার দুপুরে ঢাকা পুঁজিবাজারে অব্যাহত দর পতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারদের অব্যাহতির দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, মুহূর্তে সূচক নেমে এসেছে ৫ হাজার ৪০০ থেকে ৪ হাজার ২০০ তে নেমে এসেছে। এগুলো সব বাজার কারসাজির কুফল।
দিনশেষ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৬৪টির।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments