বাংলাদেশ প্রতিবেদক: ভারতের পেট্রাপোলে অনিয়ম আর অব্যবস্থাপনায় যশোরের বেনাপোল স্থলবন্দরে ব্যাহত হচ্ছে বাণ্যিজিক কার্যক্রম। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
আমদানিকারকদের অভিযোগ, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক নিয়ে পেট্রাপোল বন্দরে ঢোকার সময় সিরিয়াল দেয়ার নামে ১০ থেকে ১৫ দিন আটকে রাখে কর্তৃপক্ষ। এতে ট্রাক চালকদের প্রতিদিন দুই হাজার রূপি করে খরচ হয়। পাশাপাশি নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় লোকসানে পড়তে হয় ব্যবসায়ীদের।
এ বিষয়ে কয়েক দফা প্রতিবাদ জানিয়েও স্থলবন্দরটি সিন্ডিকেট মুক্ত হয়নি বলে দাবি তাদের।