শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeঅর্থনীতিসকালে লাফানো সূচকের বিকেলে পতন!

সকালে লাফানো সূচকের বিকেলে পতন!

বাংলাদেশ প্রতিবেদক: নতুন বছরে প্রতিদিনই চমক দেখা যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিএসইতে, লেনদেন শুরুর পর থেকেই সব ধরনের সূচক ও শেয়ার বেচাকেনায় গতি লক্ষ্য করা যায়। কয়েক মিনিটের মধ্যেই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ৫ হাজার ৬৫২ পয়েন্ট থেকে ৫ হাজার ৭২০ পয়েন্ট ছাড়িয়ে যায়।

সকাল ১১টা ৫০ এ ডিএসই এক্স সূচক দাঁড়ায়, ৫ হাজার ৮৩১ পয়েন্ট। অর্থাৎ ঘণ্টা দু’য়েকের মধ্যেই যোগ হয় ১৮০ পয়েন্ট। লেনদেন ছাড়ায় ১ হাজার ৩শ’ কোটি টাকা। তবে সূচকের অবস্থান খুব একটা স্থায়ী হয়নি।

দফায় দফায় কমতে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শেষে নেমে আসে আগের দিনের সবশেষ অবস্থার নিচে। দিনশেষে ডিএসইএক্স হারায় ৪২ পয়েন্ট। অবস্থান নিয়েছে ৫ হাজার ৬০৯ পয়েন্টে। চলতি সপ্তাহের রোবরাব ডিএসইতে হাতবদল হয়, ১ হাজার ৯২৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এদিন প্রধান সূচক বাড়ে ২১৬ পয়েন্ট। সোমবার তা ২ হাজর ১৯৩ কোটি টাকা ছাড়িয়ে যায়।

শরীয়াহ সূচক ডিএসইএস কমেছে ১৯ আর বাছাই সূচক ডিএসই৩০ কমেছে ৩৩ পয়েন্ট। এদিন হাত বদল হয়, প্রায় ২ হাজার ৫৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা গেল বছরের জুনে মালিকানা বদলে গ্রাক্সোস্মিক্লিনের শেয়ার হাতবদলে হওয়া লেনদেনের পর সর্বোচ্চ।

টাকার অংকে লেনদেনের শীর্ষ ২০ প্রতিষ্ঠানে প্রথম চারটি ছিল রবি আজিয়াটা লি. ২৫৬ কোটি ৬৮ লাখ টাকা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. ১৬৪ কোটি ৭৩ লাখ টাকা। বেক্সিমকো লিমিটেড ১৩৭ কোটি ১২ লাখ টাকা। আইএফআইসি ব্যাংক ১১৬ কোটি ৭৯ লাখ টাকা।

এছাড়া টপ টুয়েন্টি তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- লাফার্জ হোলসিম সিমেন্ট, লংকাবাংলা ফাইনান্স, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, একটিভ ফাইন কেমিকেলস, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ফার্স্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ওয়ালটন হাইটেক, পাওয়ার গ্রিড, বারাকা পাওয়ার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ এ লেনদেন হওয়া, শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১শ’১৩ টির, কমেছে ১৯৭ টির আর অপরিবর্তিত ছিলো ৫০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। দর বৃদ্ধিতে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিলো- ক্রিস্টাল ইন্সুরেন্স, পাওয়ার গ্রিড, রবি, জিবিবি পাওয়ার, দুলামিয়া কটন, এসআইবিএল, ইউসিবিএল, প্রাইম ব্যাংক, এনবিএল, রূপালী ব্যাংক। দরহারানো প্রতিষ্ঠানের মধ্যে ছিলো- শাইনপুকুর সিরামিকস, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইনান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনাপেট, ইউনিয়ন ক্যাপিটাল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments